কেন যে সঙ্গী হতে চাই তোমার সুখে-দুখে,
জীবন পথে চিরকাল তোমার হাথ ধরে।।
জানিনা যে কত খানি তুমি সুখী হবে ,জীবন পথে চিরকাল তোমার হাথ ধরে।।
কিন্তু সব-সময়ে তুমি হাঁসী মুখে রবে।
তোমার সব কষ্ট আমি ভাগ করে নেবো,
তোমার ভালবাসা তোমায় মন ভরে দেব ।।
তোমার ভালবাসা তোমায় মন ভরে দেব ।।
ওগো বন্ধু।
তোমায় রানীর মতো আমি করব যতন ,
তোমার সব স্বপন আমি করব পূরণ।
তুমি শুধু রেখো আমার উপর নিজের ভরসা ,
আর দিও আমায় একটু নিজের ভালোবাসা।
আর দিও আমায় একটু নিজের ভালোবাসা।