কি আনন্দ...
হোলি-দিওয়ালি,
ত্যহার-ও-পরভ।
নেই কোনো আনন্দ,
কোনো কলরভ।।
জীবন টা এগোচ্ছে,
জানিনা কোন দিশায়।
বেঁচে আছি আমি,
শুধু একটি আশায়।।
জানিনা কবে কখন,
এমন সে এক জন।
এলো-মেলো এই জীবন,
আমার এসে গোছাবে।।
মানুষের জীবন,
যে কতো মূল্যবান।
নিজের ভালবাসা দিয়ে,
সে আমায় বোঝাবে।।